‘স্বপ্নজয়ী মা’ পুরস্কার পেলেন ঝিনাইদহের আফরোজা বুলবুল

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ‘স্বপ্নজয়ী মা’ হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা বুলবুল।

মা হিসেবে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার অবদান হিসেবে এই সম্মাননা দেয় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

বিশ্ব মা দিবসে ‘স্বপ্নজয়ী মা’ শিরোনামে সারা দেশ থেকে ১৫ জন নারীকে এবারই প্রথম এই পুরস্কার দেওয়া হয়।

রাজধানীর ইস্কাটন রোড়ে মহিলাবিষয়ক অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আফরোজা বুলবুলের হাতে পুরস্কার তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

কালীগঞ্জ উপজেলা শহরের মরহুম ইমদাদুল হক বাবলুর স্ত্রী আফরোজা বুলবুল তিন কন্যা সন্তানের জননী।

বড় মেয়ে তানিয়া আফরোজ তিথি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

তিনি বর্তমানে বরিশালের গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

মেজো মেয়ে ফারিয়া আফরোজ দ্যুতি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রিতে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

তিনি বর্তমানে পুলিশের ঢাকা বিভাগের এসবির সহকারী পুলিশ কমিশনার।

আর ছোট মেয়ে মারিয়া আফরোজ আঁকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

আরও খবর