শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখান
নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়াকে গঠনতন্ত্রবিরোধী বলে প্রত্যাখান করা হয়েছে।
শনিবার বিকেলে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হোসেন প্রধানের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তা প্রত্যাখান করা হয়।
তার সাথে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক প্রার্থী আবুল মনসুর মন্ডল।
তারা অভিযোগ করেন, সংশ্লিষ্টরা তিনবার পৌর বিএনপির সম্মেলন ডেকে নানা অজুহাতে কমিটি গঠনের প্রক্রিয়া বিলম্বিত করেছেন। তাদের উদ্দেশ্য ছিল নেতা-কর্মীদের অংশগ্রহণে সম্মেলন না করা।
শুক্রবার বিকেলে কিছু নেতা-কর্মীকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে ভোটের কথা বলে অন্যান্য প্রার্থীর সাথে প্রহসন করা হয়েছে। প্রতি ওয়ার্ড কমিটি থেকে পাঁচজন ভোটার নিয়ে ভোট অনুষ্ঠানের কথা থাকলেও ভোট গণনাতে কারচুপি করা হয়েছে।
ঘোষিত কমিটির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক। গঠনতন্ত্র অনুযায়ী তিনি পৌর বিএনপির নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, অভিযোগগুলো ঠিক নয়। দলের গঠনতন্ত্র অনুসরণ করেই কমিটি করা হয়েছে।
উল্লেখ্য, অ্যাডভোকেট কাজী খান নবঘোষিত পৌর বিএনপির আহ্বায়ক ও বিল্লাল হোসেন বেপারী সদস্যসচিব।