নয়াপল্টনে দুই গ্রুপের মারামারি : শ্রমিক দল নেতা নিহত
আলোকিত প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত দিকে দুই গ্রুপের মারামারিতে আহত শ্রমিক দলের নেতা বাবুল সরদার মারা গেছেন।
রবিবার রাত নয়টার দিকে তিনি মারা যান।
বাবুল সরদার শ্রমিক দলের ধানমন্ডি শাখার সাবেক সভাপতি ছিলেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা শ্রমিক দল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। কর্মসূচি শেষে বিকেলে ভাসানী ভবনের সামনে শ্রমিক দলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে বাবুল সরদার ও শ্রমিক নেতা আবু কায়সার ভূঁইয়া আহত হন।
বাবুল সরদারকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্কয়ার হাসপাতাল হয়ে সিটি হাসপাতালে নেওয়া হয়।
সিটি হাসপাতালের চিকিৎসক জানান, বাবুল সরদারকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
ধানমন্ডি থানা শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় একজন নেতার সাথে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।