গাজীপুর হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতিতে ভোগান্তি পোহালেন রোগীরা।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ওই কর্মবিরতি পালন করা হয়।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকে ডিসপেনসারি, প্যাথলজি ও এক্স-রে বিভাগের সেবা কার্যক্রম।
ফলে চিকিৎসক দেখালেও ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা থেকে বঞ্চিত হন বিভিন্ন স্থান থেকে আসা নারী-পুরুষ ও শিশু রোগীরা।
সংগঠনটির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক টেকনোলজিস্ট মোমেন মোল্লা জানান, বৃহস্পতিবারও সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।