উৎপাদন ও ফিন্যান্স বিষয়ে এমপিওর দাবিতে কলেজ শিক্ষকদের অবস্থান কর্মসূচি

আলোকিত প্রতিবেদক : সরকার ঘোষিত বিধি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পর্যায়ে দুটি বিষয়ে এমপিওর দাবিতে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি চলছে।

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রায় ৩০০ শিক্ষক রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে শিক্ষক পরিষদের সভানেত্রী প্রভাষক সৈয়দা দিল আশরাফি ও শিক্ষকরা বলেন, দেশের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ওই দুটি বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের এমপিওভুক্ত করছে না।

তারা বলেন, ওই দুটি বিষয় অন্তর্ভুক্তির পর দুটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার ফলাফলও আশাব্যঞ্জক।

শিক্ষকরা বলেন, এত সফলতার পরও শিক্ষকরা সরকারি অংশের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। জাতির মেরুদন্ডের কারিগররা অবহেলিত হলে রাষ্ট্রের শিক্ষা অর্জনের লক্ষ্য বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়বে।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয় ২০১২ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও প্রাপ্তির ক্ষেত্রে কোন বাধা থাকল না মর্মে আদেশ জারি করেছে। তাহলে আর বাধা কোথায়? আমাদের দাবির বিষয়ে সুস্পষ্ট মতামত না পাওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।