দালাল ধরতে মিরপুর বিআরটিএ অফিসে মন্ত্রীর হানা
আলোকিত প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে হানা দিয়েছেন।
সরাসরি শুনেছেন দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ মানুষের অভিযোগ।
সবার সামনাসামনি বলেছেন, রাজনৈতিক পরিচয় দিয়ে লাভ হবে না। সরকারি দলের কারও ক্যাডার বা কোন নেতার ক্যাডার, এটা আমি শুনবো না। এখানে দালালি চলবে না।
রবিবার দুপুরে ওবায়দুল কাদেরের আচমকা এই অভিযানে শুরু হয় দালালদের দৌড়াদৌড়ি।
এ সময় মন্ত্রীকে অনেকেই অভিনন্দন জানান।
অনেকে বিআরটিএ অফিসে ভোগান্তির কথা তুলে ধরেন।
পরে মন্ত্রী তাদের কাগজ হাতে নিয়ে দেখেন। সাথে সাথে বিআরটিএর পরিচালক মাসুদ আহমেদকে গালমন্দ করেন।