আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও ৮ জনকে হত্যার দায়ে জঙ্গিসহ ৬ জনের ফাঁসি
আলোকিত প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যা মামলায় জঙ্গিসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় দেন।
এ ছাড়া মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও দুজনকে তিন বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।
আলোচিত মামলাটির বিচার শুরুর ২৮ কার্যদিবসের মাথায় আদালত এ রায় ঘোষণা করলেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন : বোরহান উদ্দিন, সাইফুল আলামিন, মাহফুজুল ইসলাম ওরফে সুমন ওরফে জামিল, জসীম উদ্দিন, মিন্টু প্রধান ও পলাশ। এর মধ্যে পলাশ পলাতক।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন উকিল হাসান।
তিন বছর করে কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল বাতেন ও শাজাহান জমাদ্দার।