বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগে নিষেধাজ্ঞা জারি
আলোকিত প্রতিবেদক : সরকার সারা দেশে বাসাবাড়িতে পাইপলাইনের গ্যাস ব্যবহারে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, কোন গ্রাহক এখন আর গোসলখানায় গরম পানি ব্যবহারে গিজার ব্যবহার করতে পারবেন না।
এ ছাড়া কোন আবাসিক গ্রাহকের চুলার সংখ্যা বাড়ানোর আবেদন গৃহীত হবে না।
গ্যাস বিতরণ কোম্পানিগুলোর কাছে এই নিষেধাজ্ঞার চিঠি জারির পর বুধবার থেকে তা গ্রাহক পর্যায়ে কার্যকর করা হয়েছে।
পেট্রোবাংলা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সাংবাদিকদের এ তথ্য জানায়।