গাজীপুরের ভাই ভাই বেকারিকে এক লাখ টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার ভাই ভাই বেকারি এন্ড বিস্কুট কারখানাকে কেমিক্যাল ও ইউরিয়া সার দিয়ে খাদ্যপণ্য তৈরি করার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা এ জরিমানা করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা অধিকার আইনে বেকারির ম্যানেজার রায়হানকে দোষী সাব্যস্ত করে ওই জরিমানা করা হয়।

এ ছাড়া আদালত চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা রেস্তোরাঁ এন্ড সুইটমিটে অভিযান চালিয়ে ৫০ কেজি পচা-বাসি ইফতারি ধ্বংস করেন।

এ সময় হোটেলের মালিক ও ম্যানেজার পলাতক থাকায় তাদেরকে শাস্তি দেওয়া যায়নি।

আরও খবর