গুলিস্তানে ব্যবসায়ীদের সাথে হকারদের ব্যাপক সংঘর্ষ : আটক শতাধিক

আলোকিত প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনে দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সাথে হকারদের আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শুক্রবার দুপুর থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় ইটের টুকরার আঘাতে মতিঝিল জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেন আহত হন।

পরে পুলিশ অভিযান চালিয়ে শতাধিক হকার ও দোকান কর্মচারীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।

আরও খবর