নাটোরে এসআইকে প্রকাশ্যে চড়-থাপড় মারলেন ছাত্রলীগ নেতা!
আলোকিত প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি এক এসআইকে প্রকাশ্যে চড়-থাপড় মেরেছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
এ নিয়ে পুলিশ ও জনমনে দেখা দিয়েছে প্রচন্ড ক্ষোভ।
ওই নেতার নাম জিল্লুর রহমান জিন্নাহ। তিনি পৌর মেয়র কে এম জাকিরের ছোট ভাই। তার বিরুদ্ধে আগেও এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে বনপাড়া বাজারে এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এ সময় এক ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেল আটক করেন পুলিশ সদস্যরা। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি জিন্নাহ মোবাইলে এসআই আশরাফুলকে মোটরসাইকেলটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন।
তিনি এতে রাজি না হওয়ায় জিন্নাহ ১৫-২০ জন নেতা-কর্মী নিয়ে সেখানে হাজির হন। এ সময় জিন্নাহ এসআই আশরাফুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড়-থাপড় মারেন।
পরে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে নেতা-কর্মীরা মোটরসাইকেলটি নিয়ে চলে যান।
এ ব্যাপারে পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান।