শ্রীপুরের আতলড়ায় সরকারি রাস্তা বন্ধ : ৫০ পরিবারের ভোগান্তি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের আতলড়া গ্রামে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, এলাকার গান্ধীবাড়ি চৌরাস্তার একটু পশ্চিমে কালাম মাস্টারের বাড়ি। এর দক্ষিণে মোজাম্মেল হকের বাড়িতে যাওয়ার রাস্তাটি ৫০ বছরের বেশি পুরনো। ১২ ফুট প্রস্থের এই রাস্তা দিয়ে এলাকার ৫০টি পরিবারের লোকজন চলাফেরা করেন।

রাস্তাটি গত মাসে প্রতিবেশী আবদুর রউফ ও সাহিদের ছেলে সাইফুল শত্রুতাবশত বন্ধ করে দেন।

রাস্তায় বেড়া দিয়ে সেগুন গাছ ও আনারসের চারা রোপণ করা হয়। এতে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।

বৃদ্ধ মোহাম্মদ আলী আলোকিত নিউজকে জানান, বন্ধ করে দেওয়া রাস্তার ১৫৫ ফুট তার জমির ওপর দিয়ে গেছে। এখানে রউফের কোন পৈতৃক সম্পত্তি নেই। গায়ের জোরে তারা গন্ডগোলের চেষ্টা করছেন।

অভিযুক্ত সাইফুলের চাচা সেলিম ফকির ও মমতাজ উদ্দিন বলেন, জনগণের জন্য এই রাস্তার দরকার আছে।

ইউনিয়ন পরিষদের সার্ভেয়ার আলমাস আলী খান জানান, রাস্তাটি সরকারি গোহালট হিসেবে রেকর্ডভুক্ত। ইতিপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে এর উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়।

এদিকে স্থানীয় আবুল কালাম ফালাইন্না বিষয়টি নিয়ে গত ২৬ জুন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ৯৬৩। পরে এসআই মোস্তাফিজুর রহমান ১৪৪ ধারা জারি করেন।

বিবাদীরা এরপরও ভুক্তভোগীদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।