শ্রীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক তার নিজ কার্যালয়ে সভার আয়োজন করেন।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, সরকারের নানাবিধ প্রশংসিত উদ্যোগের কারণে বাংলাদেশ বিশ্বে মৎস্য উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে। আগামীতে এ দেশ যেন মাছ চাষে প্রথম বা দ্বিতীয় স্থানে ওঠে আসতে পারে, এ জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, এ দেশের মানুষ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে প্রত্যেকে বছরে ১৯ কেজি মাছ খাচ্ছে। এতে প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, ফিল্ড অ্যাসিস্টেন্ট রাবেয়া বসরী, মো. ফসিউর রহমান প্রমুখ।

আরও খবর