দক্ষিণ এশিয়ায় উন্নত বাংলাদেশের কান্ডারি শেখ হাসিনা : মোদি
ডেস্ক নিউজ : প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা উদ্বোধন করেন।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি তার দিল্লির কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন।
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কলকাতার কার্যালয় থেকে যোগ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত আগামীতে আরও গভীর সম্পর্কের মধ্য দিয়ে অর্থনীতিতে মজবুত ভিত্তি রচনা করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিমত ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দে্শ্য করে বলেন, বাংলাদেশ একা নয়, আপনি নিজেকে একা ভাববেন না। জঙ্গিবাদ দমনে দুই দেশ একইভাবে চলবে।
তিনি শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের পাশে পুরো ভারত রয়েছে। ভারত সরকার যে কোন ধরনের সহযোগিতায় আপনাদের পাশে থাকবে।
মোদি আরও বলেন, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কান্ডারি।