গাজীপুরে পচা গুড় বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর বাজারে পচা গুড় বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা বাজারের ফারহানা ট্রেডার্সে অভিযান চালান।

আদালত পচা গুড় বিক্রি ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক জামাল উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় প্রায় ২৭০ কেজি পচা-বাসি গুড় ধ্বংস করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও খবর