গুলশানে ৬ জঙ্গি হত্যায় বিশ্বে বাংলাদেশ প্রশংসিত : গণপূর্তমন্ত্রী
আলোকিত প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান জাতিকে অনুপ্রাণিত করেছে। আজ পৃথিবীর অনেক দেশেই জঙ্গিবাদী গণহত্যা ও নাশকতার ঘটনা ঘটছে। এই প্রথম গুলশান ট্র্যাজেডিতে এক সাথে ছয় জঙ্গিকে হত্যা করে সারা বিশ্বে বাংলাদেশের জঙ্গিবাদ বিরোধী অভিযান প্রশংসিত হয়েছে।
শুক্রবার চট্টগ্রামের বিশ্বরোড এলাকার বিমান চত্বরে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী পদযাত্রা শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাড়া-মহল্লায় জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান মন্ত্রী।