‘মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে বনিবনা না হওয়ার বিষয়টি তাজউদ্দীন আহমদ আগেই বুঝেছিলেন’
আলোকিত প্রতিবেদক : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদীরা আমাদেরকে টাকা দিয়ে নানাভাবে তাদের ওপর নির্ভরশীল রাখতে চেয়েছিল। স্বাধীনতার ৪৫ বছর পর আমরা বুঝতে পেরেছি যে তাদের সাথে আমাদের বনিবনা হবে না। আজ আমরা তাদের ওপর ভরসা না করে নিজেদের টাকায় পদ্মা সেতু করছি।
শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বঙ্গতাজ স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
উদীচী শিল্পীগোষ্ঠীর কাপাসিয়া শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
কামাল লোহানী বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে মার্কিন সাম্রাজ্যবাদীদের সাথে সম্পর্ক না রাখতে পরামর্শ দিয়েছিলেন। তাজউদ্দীন আহমদ আগেই বুঝেছিলেন তাদের সাথে আমাদের বনিবনা হবে না।
সংগঠনটির কাপাসিয়া শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল আমীন সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সাবেক সাংসদ মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে পিএসসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে গোল্ডেনপ্রাপ্ত ১৪০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।