কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

আলোকিত প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি বেঁচে থাকলে আজকে বাংলাদেশ যা অর্জন করেছে তা ২০ বছর আগেই হত।

শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির উপজেলা কার্যালয়ে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়।

পার্টির উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল আলীমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ শফিক, সমাজকল্যাণ সম্পাদক নিমাই চন্দ্র দাস, যু্ব ঐক্যের আহ্বায়ক মাহফুজ আহমেদ, শ্রমিক ঐক্যের আহ্বায়ক আবুল কাশেম, ছাত্র ঐক্যের কাপাসিয়া সদর ইউনিয়ন কমিটির সভাপতি ইকন প্রধান প্রমুখ।

আরও খবর