শ্রীপুরে গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

দগ্ধ খুশি বেগম (২১) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী এলাকার হাসান শেখের মেয়ে।

অভিযুক্ত শরীফ মাহমুদ ফারুকী একই উপজেলার বল্লমঝাড় এলাকার হাসিব মাহমুদের ছেলে।

এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতার বাবা শ্রীপুর থানায় এজাহার দাখিল করেছেন।

হাসান শেখ জানান, শরীফের সাথে প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শরীফ যৌতুক দাবি করতেন। বিভিন্ন সময়ে তাকে দুই লাখ টাকা ও এক লাখ ২০ হাজার টাকার আসবাবপত্র দেওয়া হয়েছে।

এক বছর আগে শরীফ শ্রীপুরের বহেরারচালা এলাকার ইয়াকুব আলী জামে মসজিদে ইমামের চাকরি নেন। ছয় মাস আগে তিনি খুশিকে নিয়ে আনসার রোড এলাকার রেজাউল করিমের বাসায় ভাড়া উঠেন।

সম্প্রতি শরীফ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে তিনি উচ্চস্বরে ওয়াজ বাজিয়ে খুশির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

পরে খুশি দরজা খুলে বাইরে বের হয়ে চিৎকার করলে লোকজন এসে আগুন নেভান। ঘটনার পর শরীফ পালিয়ে যান।

রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ জানান, খুশির নাভির নিচ থেকে পা পর্যন্ত ১০ শতাংশ এবং ব্রেস্টের কিছু অংশ পুড়ে গেছে। সুস্থ হতে সময় লাগবে।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর