বিমানবন্দরে ১২ কোটি টাকার সোনার বারসহ মজিদ গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৩ কেজি সোনাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দারা।
গ্রেফতার হওয়া যাত্রীর নাম মজিদ মো. আতাউল (৩২)। তার বাড়ি সৈয়দপুরে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমান থেকে নামার পর তাকে গ্রেফতার করা হয়।
কাস্টমস হাউসের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির সাংবাদিকদের জানান, মজিদ ধোঁকা দেওয়ার জন্য হুইলচেয়ারে করে রোগীর বেশে আসছিলেন। এ সময় তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষভাবে তৈরি বেল্ট ও অন্তর্বাসের ভেতর থেকে ২২৫টি সোনার বার এবং সোনার গয়না উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার মূল্য ১২ কোটি টাকার বেশি বলে জানান তিনি।