বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে : কেরি
আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকের পর এক টুইট বার্তায় জন কেরি বলেন, বৈঠকে দুই দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা হয়েছে। বিশেষ করে জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে তিনি রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন।
এ সময় দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে জন কেরি লেখেন, একটি সহিংস ও কাপুরুষোচিত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে সাহসী ও উজ্জ্বল এক নেতৃত্বকে কেড়ে নেওয়া হয়। কিন্তু এখন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তারই কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বন্ধু হতে পেরে গর্বিত এবং তার সেই স্বপ্ন পূরণে দৃঢ় সমর্থক।