শ্রীপুরে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি : জনজীবনে ভোগান্তি
শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
এতে ব্যয় বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে। সম্প্রতি সরকারের নির্দেশে উচ্ছেদ অভিযান চলায় গ্যাস ব্যবহারকারীরা এখন সিলিন্ডারের ওপর ঝুঁকছেন।
চাহিদা বেড়ে যাওয়ার এই সুযোগে স্থানীয় বিক্রেতারা সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন।
সাধারণ সিলিন্ডার পূর্বের ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
আর বড় সিলিন্ডারের দাম ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।
শ্রীপুর চৌরাস্তার বকুল সুইটমিটের মালিক গৌতম মজুমদার আলোকিত নিউজকে বলেন, দাম বাড়ায় ২৬০০ টাকার সিলিন্ডার ৩০০০ টাকায় কিনতে হয়েছে।
জানতে চাইলে বিক্রেতা মাহবুব রশিদ আলোকিত নিউজকে বলেন, চাহিদা বাড়ায় কোম্পানি রেট বাড়িয়ে দিয়েছে। তাই আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে সিলিন্ডারের পাশাপাশি জ্বালানি লাকড়ির দামও বেড়ে গেছে। ১২০ টাকা মণের লাকড়ি এখন ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।