গাজীপুরের মেধাবী ছাত্র রিফাতকে বাঁচাতে এগিয়ে আসুন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের এক মেধাবী ছাত্র দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে।
সেখানে তিনি ছয় মাস ধরে মৃত্যুর সাথে লড়ছেন।
ভুক্তভোগীর নাম রিফাত হোসেন (১৯)। তার বাবা ইসরাইল মীর। বাড়ি হোতাপাড়ার বেগমপুর এলাকায়।
রিফাত জেলা সদরের রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী হাইস্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
পরে প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন।
সেখানে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পর তার ডান হাঁটুতে ক্যান্সার ধরা পড়ে।
রিফাত পরিবারের একমাত্র ছেলে। তার বাবা স্থানীয় একটি কোম্পানিতে সাধারণ পদে চাকরি করেন। তার মাও অসুস্থ।
রিফাতের বাবা জানান, তারা সহায়-সম্বল বিক্রি ও ধারদেনা করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তার চিকিৎসার জন্য ১২ লাখ টাকা প্রয়োজন। এখন আর টাকার সংস্থান করতে না পারায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা : ইসরাইল মীর, হিসাব নং ১৮২০৯, ইসলামী ব্যাংক, গাজীপুর চৌরাস্তা শাখা অথবা বিকাশ : ০১৯১৩৭৮৫৮০২ (রিফাতের বাবার নম্বর)।