গাজীপুরে কারখানার দূষিত পানি ও শব্দ দূষণে মোগরখালবাসী অতিষ্ঠ
আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকাবাসী ওয়াশিং কারখানার দূষিত পানি ও শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন।
ওই কারখানার নাম বোরাক ওয়াশিং লিমিটেড। এটি দীর্ঘদিন ধরে পরিবেশ আইনের তোয়াক্কা করছে না বলে অভিযোগ।
সরেজমিনে দেখা যায়, নগরীর ১৭ নং ওয়ার্ডের মোগরখাল এলাকার প্রধান রাস্তা বিজয় সড়ক। এটি কলম্বিয়া থেকে পূর্ব দিকে। রাস্তার সাথেই বোরাক ওয়াশিং কারখানা। কারখানার দূষিত পানিতে রাস্তায় জলাবদ্ধতা।
ব্যবসায়ী আতাউর রহমান, নূরু খান, সাখাওয়াত হোসেন ও জসিমসহ অন্যান্যরা আলোকিত নিউজকে জানান, গত রোজার আগে থেকে কারখানা মালিকের বসানো পাইপ ফেটে পানিতে রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাটি নষ্ট হচ্ছে। মাঝে-মধ্যে যাত্রীবাহী রিকশা উল্টে যায়। জলাবদ্ধতার সাথে কালো পানির দুর্গন্ধে জনসাধারণের ভোগান্তি এখন চরমে।
স্থানীয় কয়েকজন জানান, কারখানা থেকে সার্বক্ষণিক বিকট শব্দ হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাতসহ বাসিন্দাদের নানা সমস্যা হচ্ছে।
এ ব্যাপারে কারখানায় গেলে আলোকিত নিউজের সাথে কথা বলেন ম্যানেজার জুয়েল। তিনি দাবি করেন, এলাকার লোকজন তাদের পাইপ নষ্ট করায় রাস্তায় কিছু পানি জমেছে।
কারখানার ইটিপি আছে কি না, জানতে চাইলে বলেন, অবশ্যই আছে। তবে কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।
শব্দ দূষণ প্রতিরোধী ব্যবস্থা না থাকা প্রসঙ্গে বলেন, আগে এই এলাকা জনবহুল ছিল না। তাই করা হয়নি।