গাজীপুরে বেতন না দিয়ে শ্রমিককে বের করে দিল তুসুকা জিন্স!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের তুসুকা জিন্স কারখানার বিরুদ্ধে বেতন-ভাতা না দিয়ে এক শ্রমিককে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওই কারখানা মহানগরীর কোনাবাড়ী এলাকায় অবস্থিত।

ভুক্তভোগী শ্রমিক মো. মিলন অভিযোগ করেন, তিনি তুসুকা জিন্স কারখানায় গত বছরের ১৫ ডিসেম্বর থেকে সুইং সেকশনে লাইন চিফ পদে চাকরি করতেন। তার কার্ড নং ১৮৪। গত ২৫ আগস্ট ওই সেকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে মৌখিকভাবে আর কাজে যোগ না দেওয়ার নির্দেশ দেন।

অথচ শ্রম আইন অনুযায়ী, কোন শ্রমিককে টার্মিনেট করতে হলে তাকে বকেয়া বেতন, টার্মিনেট ও সার্ভিস বেনিফিট এবং অর্জিত ছুটির পাওনা পরিশোধ করতে হয়।

পরে ওই শ্রমিক একাধিকবার যোগাযোগ করলেও মালিক পক্ষ কোন সাড়া দেয়নি।

এ ঘটনায় কারখানার এমডিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন গাজীপুর বারের আইনজীবী আসাদুল্লাহ বাদল।

নোটিশে কারখানার এমডিকে আইনগত পাওনাদি সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর