কুড়িগ্রামে চিরনিদ্রায় সৈয়দ শামসুল হক

আলোকিত প্রতিবেদক : জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জানাজা শেষে কুড়িগ্রাম সরকারি কলেজের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বিকেল তিনটা ৫৫ মিনিটে কবির মরদেহ কুড়িগ্রামে নেওয়া হয়।

মরদেহ নিয়ে কবির পরিবারের সদস্যদের সাথে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ সংস্কৃতিজনরা কুড়িগ্রাম যান।

সেখানে কবির মরদেহ গ্রহণ করেন কবির ছোট ভাই অ্যাডভোকেট সৈয়দ আজিজুল হক, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার তবারক উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক জাফর আলী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জুসহ অন্যরা।

আরও খবর