আমেরিকায় অস্ত্রের অবাধ ব্যবহার : ২০১৫ সালে ১২ হাজার নিহত
ডেস্ক নিউজ : আমেরিকা বরাবরই সভ্যতার কথা বলে। যদিও তাদের দেশে দুর্ধর্ষ অপরাধ থেমে নেই।
আমেরিকায় ২০১৫ সালে যথেষ্ট হামলার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অস্ত্রের ব্যবহার।
বিবিসির খবরে বলা হয়, আমেরিকায় চলতি বছর ১২ হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৫ হাজার।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা ১৫ বার অস্ত্র নিয়ন্ত্রণের কথা বললেও কোন ফল হচ্ছে না।
আমেরিকায় কী পরিমাণ অস্ত্র রয়েছে-তার সঠিক কোন পরিসংখ্যান নেই।
তবে ধারণা করা হচ্ছে, এর সংখ্যা প্রায় ৩০ কোটি। যা তাদের মোট জনসংখ্যার সমান।