অনুমোদন ছাড়া ব্যক্তিগত গাড়িতে সরকারি স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
<strong>নিজস্ব প্রতিবেদক :</strong> যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত গাড়িতে মন্ত্রণালয় বা দপ্তরের কোন স্টিকার ব্যবহার করতে পারবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের কয়েকটি স্থানে সরকারি দপ্তরের স্টিকার সংবলিত গাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা ঘটে। গত ৭ নভেম্বর কুমিল্লার চান্দিনা থেকে সিনিয়র সহকারী সচিবের স্টিকার সংবলিত প্রাইভেটকার থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসব ঘটনার প্রেক্ষিতে পরিপত্রটি জারি করা হল।