কোমল পানীয়ের বেশির ভাগই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
আলোকিত প্রতিবেদক : হাতের নাগালে পাওয়া বিভিন্ন কোমল পানীয়ের বেশির ভাগই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
সরকারি প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় এমন তথ্য ওঠে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসব পানীয় দীর্ঘমেয়াদে কিডনিতে সমস্যা, ডায়াবেটিস ও ক্যান্সারের মত রোগের জন্ম দিতে পারে। তাই এসব পানের আগে সতর্ক থাকতে হবে।
জনস্বাস্থ্য ইনস্টিটিউট বাজার থেকে অ্যানার্জি ড্রিংকস, ফ্রুট ড্রিংকস ও কার্বোহাইড্রেড ড্রিংকসসহ ৫০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে।
পরীক্ষায় বেশির ভাগ পানীয়তে মিলেছে মাত্রাতিরিক্ত ক্যাফেইন, স্যাকারিন ও সোডিয়াম বেনজয়েট।
এ ছাড়া কয়েকটিতে যৌন উত্তেজক ভায়াগ্রার উপাদান ও অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. এ কে এম জাফর উল্লাহ বিষয়টি সাংবাদিকদের জানান।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহফুজুল হক বলেন, জনবল সংকটে নিয়মিত মনিটরিং করা সম্ভব হয় না। তবে এসব অভিযোগ আমলে নিয়ে আমরা কাজ শুরু করেছি।