গাজীপুরে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরে মহিলা আ.লীগের সম্মেলন পন্ড
আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের মধ্য দিয়ে পন্ড হয়েছে।
শনিবার বিকেলে মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
পরে কমিটি ঘোষণা স্থগিত করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত দুজন আলোকিত নিউজকে জানান, সম্মেলনের প্রথম অধিবেশন সকালে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী স্মৃতি কণা বিশ্বাস মঞ্চে থাকা ছাত্রলীগের নেতাদের সরে যেতে বলেন।
এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে ব্যাপক চেয়ার ছোড়াছুড়ি ও মঞ্চ ভাঙচুর করা হয়।
এ সময় বাইরে থাকা আজমত উল্লা খান, জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মোল্লা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।