ভারতে চালু হচ্ছে বুলেট ট্রেন
ডেস্ক নিউজ : ভারতীয় রেলে বিপ্লব আসছে। যোগ হচ্ছে বুলেট ট্রেন।
সফরে এসে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এই বৈঠকেই জাপানি সহযোগিতায় বুলেট ট্রেনের চুক্তি হয়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ওই বুলেট ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদে চলবে। ৫০৫ কিলোমিটার দূরত্বের পথে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। সহজ শর্তে জাপান দেবে ১২০০ কোটি মার্কিন ডলারের সাহায্য।
বুলেট ট্রেনের জনক জাপান। এটি প্রায় নিঃশব্দে ও অসম্ভব দ্রুতগতিতে চলে। চীন, জার্মানি, ফ্রান্স, কানাডা, স্পেন, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে বুলেট ট্রেন চালু রয়েছে।