সিরাজগঞ্জে উদ্ধার হওয়া ৪০০ কেজি ইলিশ পুলিশের পেটে!
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে জেলেদের নৌকা থেকে উদ্ধার হওয়া ৪০০ কেজি মাছ থানা পুলিশের পেটে গেছে বলে অভিযোগ উঠেছে।
বারবার এ ধরনের ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একাধিক জেলে জানান, গত মঙ্গলবার গভীর রাতে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বারবালা, বোয়ালকান্দি ও মহেশপুরে অভিযান চালায়।
এ সময় শাহাপুরের শাহ আলম, রফিক, বেলাল, কাশেম, চাপরীর চরের হোসেন আলী, বারবালা চরের তোতা ফকির এবং বোয়ালকান্দির রহমসহ ১৫-২০ জন জেলের কাছ থেকে প্রায় ৪০০ কেজি ইলিশ ও তিনটি জাল উদ্ধার করা হয়।
পরে মাছগুলো কোন এতিমখানায় না দিয়ে পুলিশ ভাগ-বাটোয়ারা করে নেয় এবং জাল তিনটি না পুড়িয়ে অন্যত্র বিক্রি করে দেয় বলে অভিযোগ।
এ ব্যাপারে ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, আমরা মঙ্গলবার রাতে জেলেদের কাছ থেকে মাছ নিইনি। বেড়ার পুলিশ এসে নিয়ে যেতে পারে।
জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, পুলিশের এমন কাজ আমাদের বিব্রত করে। তবে আমাদের কিছু করার নেই।