স্কুল-কলেজের সভাপতি থাকতে পারবেন না এমপিরা
আলোকিত প্রতিবেদক : বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না এমপিরা।
সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।
এর আগে গত ১ জুন এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালার ৫০ বিধি অবৈধ ঘোষণা করে রায় দেন।