ছায়েদুল হকের পদত্যাগ দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল
আলোকিত প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগ দাবিতে জুতা ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ৪৫ বছরের বাংলাদেশে সরকার এখনো সংখ্যালঘুদের সুরক্ষা করতে পারেনি। সরকারকে হয় সংখ্যালঘুদের সুরক্ষা করতে হবে, নয়তো ব্যর্থতা স্বীকার করতে হবে। সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার নাটক আর চলতে দেওয়া হবে না।
তারা আরও বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে আগুনে আড়াই হাজার বাড়ি পুড়ে ছাই হয়েছে। সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। হিন্দু সম্প্রদায়কে মালাউন বলে গালি দেওয়া মন্ত্রী ছায়েদুল হক এখনো বহাল তবিয়তে। তার মত নির্লজ্জ মন্ত্রীর উচিত ছিল স্বেচ্ছায় পদত্যাগ করা।
পরে ছায়েদুল হককে অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে বহিষ্কারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।