গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যার দায়ে দুই ছিনতাইকারীর ফাঁসি
আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ছিনতাই করে ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যার দায়ে দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার গাজীপুর জেলা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের তারাটি চরপাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে রাসেল ও মৌলভীবাজারের বিছামনি গাংপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মুন্না।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ মার্চ রাতে মহানগরীর পূবাইলের শিমুলিয়া রেলগেট এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের ছাদে চার-পাঁচজন ছিনতাইকারী যাত্রী আবদুল মোমিনকে মারধর ও ছুরিকাঘাত করে।
এ সময় যাত্রী আবু সাঈদ ও হাসান মাহমুদ বাধা দিলে ছিনতাইকারীরা তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তিনজনকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এতে নওগাঁর মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে মোমিন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন আহত হন।