সুনামগঞ্জে নেতা-কর্মীদের ভাঙচুরে পুলিশি পাহারায় মাঠ ছাড়লেন মন্ত্রীরা!

আলোকিত প্রতিবেদক : সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হট্টগোল ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

ওই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার এনামুল কবির ইমনের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ভাঙচুর শুরু হয়।

এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সৈয়দ আশরাফের সিদ্ধান্তের বিপক্ষে স্লোগান দেন।

জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।

পরে পুলিশ সৈয়দ আশরাফ, মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ও স্থানীয় সাংসদদের ব্যারিকেড দিয়ে বাইরে নিয়ে যায়।

আরও খবর