কামারখন্দে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার দুলাল নিহত

মিঠুন কুমার দাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল হোসেন (৪২) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল বেলকুচির রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, সাত রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের ঝাঐল ওভারব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিতি টের পেয়ে ডাকাত দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এতে ডাকাত দলের সর্দার দুলাল গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ দুলালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দুলালের বিরুদ্ধে কামারখন্দসহ বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা রয়েছে।

আরও খবর