বগুড়ায় জঙ্গি আস্তানা থেকে ২০টি গ্রেনেড ও অস্ত্রসহ বোমার সরঞ্জাম উদ্ধার
আলোকিত প্রতিবেদক : বগুড়ার শেরপুরে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও অস্ত্রসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
উপজেলার মহিপুর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের ওই আস্তানা থেকে সোমবার সকালে এসব উদ্ধার করা হয়।
রবিবার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত হওয়ার পর পুলিশ বাড়িটি ঘিরে রাখে।
উদ্ধারকৃত অস্ত্রগুলো হল : ২০টি তাজা গ্রেনেড, চারটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।
বিস্ফোরণে দুজন নিহতের খবর পেয়ে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ১৩ সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়।