পাসপোর্টের সহকারী পরিচালক রেজাউল গ্রেফতার
আলোকিত প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহার করে দুই কোটির বেশি টাকা আত্মসাৎ মামলায় পাসপোর্ট বিভাগের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
শুক্রবার রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি পাসপোর্ট অধিদপ্তরের ফেনী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত।
দুদক জানায়, রেজাউল করিম জনতা ব্যাংকের নীলফামারীর জলঢাকা উপজেলার কইমারী শাখার ম্যানেজার থাকাকালে ভুয়া নামে ঋণ দেখিয়ে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩৩০ টাকা আত্মসাৎ করেন।
ঘটনার কিছুদিন পর তিনি ব্যাংকের চাকরি ছেড়ে পাসপোর্ট বিভাগে যোগ দেন।
এ নিয়ে গত জুনে ব্যাংক কর্তৃপক্ষ জলঢাকা থানায় মামলা করলে দুদককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।