কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টিকে আরও গণমুখী করতে সাংগঠনিক কর্মিসভা
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ায় গণতন্ত্রী পার্টির কর্মকান্ড আরও গণমুখী ও গতিশীল করতে সাংগঠনিক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পার্টির কাপাসিয়া উপজেলা কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল গণি, গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কাপাসিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক খান, সুশান্ত কুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক উৎপল বণিক, সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল দত্ত টুলু, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. আবদুল হামিদ, গণতন্ত্রী পার্টির কড়িহাতা ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শারফুদ্দিন (আলমগীর মোল্লা), যুব ঐক্যের আহ্বায়ক মাহফুজ আহমেদ, সদস্য খন্দকার নূরে আলম, শ্রমিক ঐক্যের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন, রাকিব হাসান, ছাত্র ঐক্যের কাপাসিয়া সদর ইউনিয়ন কমিটির সভাপতি ইকন প্রধান, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, দপ্তর সম্পাদক শেখ নাঈম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রবীন্দ্র কুমার বকসী।
সভা পরিচালনা করেন গণতন্ত্রী পার্টির কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল আলীম।
সভায় ছাত্র ঐক্যের নবনির্বাচিত কমিটি প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।