কাপাসিয়ায় ভাবিকে হত্যার দায়ে স্ত্রীসহ দেবরের যাবজ্জীবন
আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় ভাবিকে হত্যার দায়ে স্ত্রীসহ দেবরের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামের আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা।
মামলা চলাকালে অপর দুই আসামি মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি দুপুরে জমির আইল কাটা নিয়ে মুক্তিযোদ্ধা সফিউদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুনের সাথে দুই ভাই আফসার উদ্দিন ও মাইনুদ্দিন এবং তাদের স্ত্রী রওশন আরা ও স্ত্রী জরিনা খাতুনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা দা দিয়ে সফিউদ্দিনকে এবং রহিমাকে কোদাল দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন।
পরে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রহিমা মারা যান।