খুলনায় ভাষা আন্দোলন চাঙা করেন এম এ গফুর
আসলাম মল্লিক, দৌলতপুর (খুলনা) : ভাষা আন্দোলনের সময়ে খুলনায় রাজনৈতিক সংগঠনের সক্রিয় তৎপরতা ছিল না।
সাধারণ মানুষকে আন্দোলনে সক্রিয় করার জন্য একটি ব্যানার প্রয়োজন ছিল।
তখন তমুদ্দীন মজলিসের পাশাপাশি খুলনায় ভাষা আন্দোলন চাঙা করতে নয়া সাংস্কৃতিক সংসদ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
এই সংগঠনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ১৯৫২ সালে খুলনায় ভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। যার মুখপাত্র ছিলেন এম এ গফুর।
সংগঠনটির সদস্য ছিলেন আবু মুহম্মদ ফেরদাউস, নাসিম উদ্দীন আহমেদ, এম এ বারী, অধ্যক্ষ মালিক আতাহার উদ্দীন, এম নুরু ইসলাম, আবুল কালাম সামসুদ্দীন সুনু মিয়া প্রমুখ।
নয়া সাংস্কৃতিক সংসদ ভাষা আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টিতে পোস্টার সাঁটানো, পথসভা ও গণসংযোগে অংশ নেয়।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি খুলনায় হরতাল সফল করতে এম এ গফুর মুখ্য ভূমিকা পালন করেন।
খুলনায় ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এম এ গফুর পাইকগাছা উপজেলার হরিনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা হাইস্কুল থেকে এসএসসি পাস করে দৌলতপুরের বিএল কলেজে ভর্তি হন।
এম এ গফুর প্রথম দিকে গণতান্ত্রিক পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরে ন্যাপ হয়ে ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন।
তিনি ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে পাইকগাছা ও আশাশুনির একাংশ থেকে এমএলএ নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের সমন্বয়কের দায়িত্ব পালনকারী এম এ গফুর ১৯৭২ সালের ৬ জুন পাইকগাছার শাহপাড়া গ্রামের কাছে কপোতাক্ষ নদে দুর্বৃত্তের গুলিতে নিহত হন।