খুলনায় ঠোঁটকাটা-তালুফাটা রোগীদের বিনামূল্যে অপারেশন শুরু
আসলাম মল্লিক, দৌলতপুর (খুলনা) : খুলনায় এই প্রথম শুরু হল ঠোঁটকাটা-তালুফাটা রোগীদের বিনামূল্যে অপারেশন।
খুলনা শিশু হাসপাতালে সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালটির চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এমপি।
এ সময় তিনি বলেন, মানুষের কল্যাণে প্রত্যেকেরই কিছু করার আছে। রোটারি ক্লাবের উদ্যোগে খুলনাতে যে মহৎ কার্যক্রমের সূচনা হল তার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশন লিডার বারবারা এন ফিশার, ডেইলি অবজারভারের ম্যানেজিং এডিটর রোটারিয়ান শওকত হুসাইন, রোটারি ক্লাব অব গুলশান লেকসিটির প্রেসিডেন্ট ডা. মো. জয়নুল আবেদীন, বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. কামরুজ্জামান।
আমেরিকার সার্জন কার্ল ওসট্রাকের নেতৃত্বে ২০ জনের চিকিৎসক দল ৩১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১০০ রোগীকে এ সেবা দেবে।