শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করতে মাউশির নির্দেশ

আলোকিত প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত নীতিমালায় বলা আছে, সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কোন শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। তবে প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন।

নীতিমালাটি জারির প্রথম দিকে কোচিং-প্রাইভেট কিছুটা কমলেও কিছুদিন পর শিক্ষকরা আবারও বেপরোয়া হয়ে ওঠেন।

এ অবস্থায় আবারও নীতিমালা বাস্তবায়নে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বুধবার মাউশি এক চিঠিতে ২০১২ সালে জারিকৃত নীতিমালা অনু​সরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছে।

বিষয়টি তদারকি করতে আঞ্চলিক, জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও খবর