কোচিং বাণিজ্য ও নোট-গাইড চলবে না : শিক্ষামন্ত্রী

আলোকিত প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমি পরিষ্কার বলে দিচ্ছি, এই দেশে কোচিং বাণিজ্য চলবে না। নোট-গাইড বই চলবে না। আইনে এ বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা হবে।

তিনি বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা রাখা হবে। শিক্ষক-অভিভাবকসহ সবার মতামতের ভিত্তিতেই শিক্ষা আইন প্রণয়নের কাজ চূড়ান্ত করা হচ্ছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল মাদ্রাসা টেক্সট বুকসের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর