গাজীপুরের ভবানীপুরে হামজা কেমিক্যালের তাপে মরছে সরকারি বন!

আলোকিত প্রতিবেদক : গাজীপুর সদরের ভবানীপুরে কেমিক্যাল কারখানার তাপে মরছে সরকারি বনের গাছ।

ঘটনাটি দীর্ঘদিন ধরে চলে আসলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

সরেজমিনে জানা যায়, ভবানীপুর বাজারের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে হামজা কেমিক্যাল কারখানা। এর মালিক আবুল কাশেম। কারখানাটিতে রাসায়নিক সোডিয়াম সিলিকেট দিয়ে মোটা ও পাতলা গাম উৎপাদন করা হয়।

ভেতরে গিয়ে দেখা যায়, কারখানার দক্ষিণ অংশে একাধিক চুল্লিতে উচ্চ তাপমাত্রায় কাচ গলানোর কাজ চলছে। শ্রমিক ৬০-৭০ জন। ঝুঁকি ও স্বাস্থ্য নিরাপত্তায় তাদের চশমা ও হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় সরঞ্জাম নেই।

কারখানা সংলগ্ন দক্ষিণ পাশে সরকারি আকাশমনি বাগান। বাগানে গাছ প্রায় সাড়ে ৩০০। এর মধ্যে অনেক গাছ মরে গেছে। আরও মরে যাচ্ছে। এভাবে প্রায় পৌনে ১০০ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, কারখানাটির দক্ষিণ অংশ ফাঁকা। চুল্লির উচ্চতাপ ও ক্ষতিকর কণার প্রভাবে গাছগুলো মরছে। কমছে মাটির উর্বরা শক্তি।

তারা আরও জানান, কারখানায় উৎপাদন প্রক্রিয়ার সময় দিন-রাত কয়েকবার বিস্ফোরণে বিকট শব্দ হয়। তাদের শব্দ প্রতিরোধী কোন ব্যবস্থা নেই। এতে পাশে বসবাসরত বাসিন্দাদের নানা সমস্যা হচ্ছে।

chemical-risk

এ ব্যাপারে কারখানার মালিককে পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখতে চাইলে দায়িত্বে থাকা জমির উদ্দিন বলেন, এখানে কোন কাগজপত্র নেই। সব উত্তরা অফিসে আছে।

পরে তিনি মালিকের লোক হিসেবে পরিচিত এলাকার আয়নাল হকের সাথে কথা বলতে বলেন।

আয়নাল হকের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে রাজেন্দ্রপুর রেঞ্জের সিংড়াতলী বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরী আলোকিত নিউজকে বলেন, কারখানাটিকে পরিবেশ অধিদপ্তর একবার চার লাখ টাকা জরিমানা করেছিল। আমি তাদেরকে নোটিশ দিয়েছি।

(প্রতিবেদনে সহায়তা করেন নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম ও প্রতিবেদক মেহেদী হাসান সবুজ)

আরও খবর