গাজীপুরের সাফারি পার্কে ধাওয়া-পাল্টা ধাওয়া-গুলি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবৈধ দোকান বসানো নিয়ে বহিরাগতদের সাথে বনপ্রহরীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পরে বনপ্রহরীরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনপ্রহরীরা জানান, পার্কের বাইরে মূল গেটের সামনে পার্কিং এলাকায় শ্রীপুর যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে বহিরাগতরা দোকান বসিয়েছে।

শনিবার সকালে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পার্ক পরিদর্শনে আসার আগে বনপ্রহরীরা দোকানগুলো সরিয়ে নিতে বলেন।

এ সময় বনপ্রহরীদের সাথে সিরাজুল ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তারা একজনকে টানাহেঁচড়া করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম দাবি করেন, পার্কের ইজারাদারের কাছ থেকে তারা ওই অংশ সাব-ইজারা নিয়েছেন। পার্ক বিট অফিসে দৈনিক ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটে।

আরও খবর