দেশে আর্সেনিকে বছরে মারা যাচ্ছে ৪৩ হাজার মানুষ
আলোকিত প্রতিবেদক : দেশে আর্সেনিক সমস্যা এখনো উদ্বেগজনক।
আর্সেনিকজনিত রোগে প্রতি বছর ৪৩ হাজার মানুষ মারা যাচ্ছে।
আর আর্সেনিক ঝুঁকিতে আছে প্রায় দুই কোটি মানুষ।
মূলত রাজনৈতিক কারণে সমস্যার সমাধান হচ্ছে না।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য তুলে ধরে।
এতে ‘স্বজনপ্রীতি এবং অবহেলা : বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা’ শিরোনামে প্রতিবেদনও প্রকাশ করা হয়।