সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেননি : সিআইএ কর্মকর্তা

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জন নিক্সন বলেছেন, বুশ প্রশাসন এক দিনেই মনস্থির করে ফেলেছিল। নাইন ইলেভেনের এক দিন পর সাদ্দাম হোসেনের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা হয়।

শুক্রবার ব্রিটিশ অনলাইন দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রাম অনুষ্ঠানে অংশ নিয়ে নিক্সন এ তথ্য জানান।

এর আগে তিনি বলেন, সিআইএর কর্মকর্তা হিসেবে যখন তিনি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন, তখন সিআইএর কাছে দ্রুত স্পষ্ট হয় যে সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেননি।

নিক্সন আগেও ইরাক যুদ্ধের বিরুদ্ধে অনেকবার কথা বলেছেন।

তিনি বলেছেন, ইরাকে হস্তক্ষেপের বিষয়ে বেশকিছু দিক থেকেই যুক্তরাষ্ট্র গুরুতর ভুল করেছিল।

নিক্সন তার লেখা বইয়ে বলেছেন, সাদ্দাম হোসেনকে ইরাক শাসন করতে দেওয়া উচিত ছিল।

আরও খবর