পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে অস্ত্র পাঠাচ্ছে ৪ জেএমবি
শেখর বৈদ্য, কলকাতা : ভারতের পশ্চিমবঙ্গে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের নব্য জেএমবির চার সদস্য।
পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা থেকে অস্ত্র জোগাড় করে তারা পাঠাচ্ছে বাংলাদেশে।
বাংলাদেশের গোয়েন্দা মারফত এমন তথ্য পেয়ে নড়েচড়ে বসেছে ভারত সরকার।
কয়েক দিন আগে ঢাকায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন গুলশান হামলার মাস্টারমাইন্ড নুরুল ইসলাম ওরফে মারজান।
তার কাছ থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে ওই তথ্য পেয়েছেন বাংলাদেশের গোয়েন্দারা।
গোয়েন্দা সূত্র জানায়, কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ ও আসাম থেকে ছয় জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। বাকি চার জঙ্গির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।